রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

কাউনিয়া উপজেলায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত ধুমেরকুঠি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা

আয়নাল হক (স্টাফ রিপোর্টার) রংপুর
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

রংপুর জেলার কাউনিয়া উপজেলাধীন হারাগাছ থানার অন্তর্গত ১নং সারাই ইউনিয়নে অবস্থিত একমাত্র সর্বোচ্চ ডিগ্রীধারী ঐতিহ্যবাহী ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ধুমেরকুটি ফাজিল (ডিগ্রী) মাদরাসা ১৯৫৭ইং সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি অত্যন্ত সুনামের সাথে ছাত্র/ছাত্রীদের সু-শিক্ষা দিয়ে আসছে। ইতোমধ্যে আল্লাহ তা’য়ালার অশেষ মেহেরবানিতে সুযোগ্য গভর্ণিং বডি ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীগণের সর্বোচ্চ প্রচেষ্টায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ইং প্রতিযোগীতায় কাউনিয়া উপজেলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এছাড়াও শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী সহ প্রতিবছরই শিক্ষার্থীরা হামদ-নাত, কিরাত, বিজ্ঞান ও অন্যান্য বিষয় সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। মাদরাসার কৃতিত্বের জন্য সর্বশ্রেণি পেশার মানুষের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। বর্তমান অত্র মাদরাসার শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনুধাবন করে আলিম বিজ্ঞান শাখা, সর্বোচ্চ ইসলামি শিক্ষার সনদ কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতি এবং এলাকার শিক্ষার্থীদের ভোগান্তি বিশেষ করে ছাত্রীদের কথা বিবেচনা করে একটি পাবলিক পরীক্ষা কেন্দ্র খুবই প্রয়োজন। সুতরাং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের ধারা অব্যহত রাখতে উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী সহ শিক্ষা সংশ্লিষ্ট সুধীজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com