বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিএনপি হতে দেবে না: ফখরুল ভারত বাংলাদেশের জনগণকে মনে রাখেনি মনে রেখেছে স্বৈরাচারকে: তারেক রহমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৌশাইর শাখায় বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০০৯ সাল থেকে বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিলো: ডা. শফিকুর রহমান দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আই অলিম্পিয়াড ২০২৫ ইসলামী ব্যাংক রংপুর জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন শাহ্জালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৮তম সভা মোদির শিকল পরা ব্যঙ্গচিত্র: ওয়েবসাইট বন্ধের ব্যাপক সমালোচনা র‌্যাবের পোশাকের আড়ালে ভয়ংকর ধর্ষক আলেপ উদ্দিন! বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পাল্টে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’

মাধবদীতে চলমান শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন মাধবদী শাখার মানববন্ধন

আল আমিন নরসিংদী
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

একদিকে নতুন বছরের বই উৎসব আর অন্যদিকে চলমান শিক্ষা কারিকুলাম বাতিলের দাবীতে ইসলামী ছাত্র আনন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত ১জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা সিলেট মহা-সড়কের মাধবদীর পুরাতন বাসস্ট্যান্ড রাইন ওকে মার্কেটের সামনে নরসিংদী জেলার ইসলামী ছাত্র আনন্দোলন মাধবদী থানা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া অভিভাবকরা বলেন, দেশের শিক্ষাব্যবস্থা, সমাজ, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটা শিক্ষাক্রম সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাস্তবায়ন শুরু করেছে। ফলে দেশের পতিত শিক্ষাব্যবস্থা আরও পতনের সম্মুখীন হবে। আমাদের সন্তানদের শিক্ষা ও জীবন আজ ভয়ঙ্কর ঝুঁকির মুখে। তারা বলেন, নতুন শিক্ষাক্রমে সবচেয়ে বড় সমস্যা দলগত কার্যক্রমে। দেখা যাচ্ছে স্কুল থেকে প্রদত্ত দলগত কাজটি করতে হচ্ছে স্কুল পিরিয়ডের পর। যে কারণে ছাত্রছাত্রীদেরকে বন্ধু বান্ধবীর বাসায় বা অন্য কোথাও একত্রিত হয়ে তা সম্পন্ন করতে হচ্ছে। এতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রী অভিভাবক উভয়কেই। অধিকাংশ অভিভাবক স্কুল ছুটির পর তার সন্তানকে অন্য কারো বাসায় নিয়ে যেতে আগ্রহী নয় এবং স্বাচ্ছন্দবোধ করেন না। বর্তমান শিক্ষাক্রমে শিখনকালীন কাজের অংশ হিসেবে বিভিন্ন প্রোজেক্ট বাস্তবায়নের জন্য ছাত্রছাত্রীদেরকে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে, যার ফলে তারা সম্মুখীন হচ্ছে নানা ধরনের স্বাস্থ্য সমস্যার। অপরদিকে প্রোজেক্টগুলির ইকুইপমেন্ট যন্ত্র না পাওয়া, সেই সাথে চড়া দামের কারণে এগুলি কিনতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা।’’ এসময় মানববন্ধনে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বি এম মাহদী আল-হাসান সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা। বিশেষ অতিথী হিসেবে ছিলেন মুহাম্মদ খাইরুল কবির সাধারন সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা। সভাপতিত্ব করেন সজিব রায়হান সোহাদ সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখা। এসময় আরো উপস্থিত ছিলেন থানা, ইউনিয়ন ও প্রতিষ্ঠান শাখার দায়িত্বশীলবৃন্দরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com