শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::

অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সাথে প্রতারণা হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। এটি পুরো জাতিকে প্রবি ত করা। এ অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এ নির্বাচন বর্জন করতে হবে।’ তিনি সকল পর্যায়ের নেতাকর্মীসহ জনগণকে নির্বাচন রুখে দেয়ার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ২ নম্বরের আশপাশের এলাকায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সাথে প্রতারণা। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে। তারা আবারো মানুষকে ভোটের অধিকার থেকে বি ত করার আরেকটি সাজানো নির্বাচন বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু এবার আর প্রতারণার নির্বাচন করে পার পাওয়া যাবে না।’ এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী জাকিয়া আক্তার, পান্না ইয়াসমিন, আয়েশা আক্তার মিলি, হাসিনা আক্তারসহ নেতাকর্মীরা। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com