হরতালের সমর্থনে রাজধানীর মালিবাগে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ সকালে মালিবাগ বাজার এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আনসার হেডকোয়ার্টারে সামনে থেকে মালিবাগ বাজারে গিয়ে শেষ হয়। এতে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।