বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আরমান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

জামালপুরের ৫টি আসনের ৪ টিতেই নৌকার জয়

রুহুল আমিন রাজু (স্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতেই জয়ী হয়েছে নৌকা। একটি আসনে বিজয়ী হয়েছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। তবে সরিষাবাড়ির এ আসনে নৌকার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ট্রাককে জিততে হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) রাত ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। জেলার পাঁচটি সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, জামালপুর-১ আসনে (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) নূর মোহাম্মদ (নৌকা) পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আবু সায়েম (লাঙ্গল) প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট। জামালপুর-২ (ইসলামপুর) আসনে নৌকার প্রার্থী ফরিদুল হক খান দুলাল (নৌকা) ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শাহীন (কাঁচি) পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে সপ্তমবারের মতো নৌকা প্রতীকের প্রার্থী মির্জা আজম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৬৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মীর সামছুল আলম লিপটন পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট। জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আব্দুর রশিদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট। জামালপুর-৫ (সদর) আসনে প্রথমবারের মতো আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে ২ লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু পেয়েছেন ৬৫ হাজার ২৪৯ ভোট। জামালপুর জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, জেলার ৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ১০টি রাজনৈতিক দলের ২৭ জন প্রার্থী। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬২০টি এবং বুথের সংখ্যা ছিল ৩৭৮৩টি। জেলায় ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com