রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশের ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা কলমাকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার-৫ চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনা, সংঘর্ষ ও মসজিদের বাথ রুমে মুসল্লীর লাশ সহ ৪ খুন : খুনিসহ আটক ৩ মোংলার সুন্দরবন ইউনিয়নে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মী থাকায় সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ ফটিকছড়িতে আকষ্মিক সফরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সদরপুরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গলাচিপায় তারুণ্যে উৎসবে বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আমাদের মূল সংগ্রাম একনায়কতন্ত্র উৎখাত করা : সাক্ষাৎকারে কেএনডিএফ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডা. কাজী লুৎফর রহমান

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের অধীনে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন স্বনামধন্য ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন-ডা. কাজী লুৎফর রহমান। এই ক্ষেত্রে তার গবেষণার শিরোনাম ছিলো ‘কারেকশন অব এনফথালমোস বাই টাইটানিয়াম ম্যাশ ভার্সাস ইলিয়াক বোন গ্রাফট ইন কেস অব অরবিটাল ফ্লোর ফ্রাকচার’। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। চিকিৎসায় উচ্চতর এই গবেষণার ক্ষেত্রে ডা. কাজী লুৎফর রহমানের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার ইসমত আরা হায়দার লিটা। যুগ্ম-তত্ত্বাবধায়কগণ হলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এ.কে.এম নাজমুস সাকিব এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রসূল।
চিকিৎসা সেবায় নিবেদিত প্রাণ মানুষ কাজী লুৎফর রহমানের জন্ম ১৯৭২ সালে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার হাজীগঞ্জ গ্রামে। তিনি ১৯৯৬ সালে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে কৃতিত্বের সাথে বিডিএস ডিগ্রি অর্জন করেন এবং ২০০১ সালে ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরিতে যোগদেন। ডা. কাজী লুৎফর রহমান ২০০৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অর্জন করেন এনএসটি ফেলোশিপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের অধীনে বঙ্গবন্ধু ফেলোশিপ লাভ করেন ২০১৭ সালে। পেশাগত জীবনে কাজী লুৎফর রহমান বহু জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। উক্ত বিষয়ে তার লেখা গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি চিকিৎসা বিষয়ক জার্নাল।
কাজী লুৎফর রহমান বর্তমানে কর্মরত আছেন ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে। একজন গবেষক ও চিকিৎক লুৎফর রহমানের জন্য আমাদের শুভকামনা থাকবে; তার চিকিৎসা সেবা যেন গণমানুষের জন্য সামগ্রিক কল্যাণ বয়ে আনতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com