ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত শনিবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় হরতালের সমর্থনে মিছিলের প্রস্ততিকালে ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ চারজনকে আটক করে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ওই শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ মাদবর। অন্যরা হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো: মাহফুজ রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রিপন মোল্লা ও রাশেদুল আমীন।
তিনি বলেন, আমরা অনেক খোঁজাখুঁজি করেও এখনো পর্যন্ত কোনো সন্ধান পাচ্ছি না। এই চারজনকে কোথায় নেয়া হয়েছে কোনো কিছুই জানতে পারছি না।