নূরাণী তালীমুল কুরআন চট্টগ্রাম বোর্ডের অনুমোদিত গাইবান্ধার পলাশবাড়ীতে শানে সাহাবা নূরাণী মডেল মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ছোট ভগবানপুর ফুটানী বাজার এলাকায় দিনব্যাপী নানা কর্মসূচী ও আলোচনার মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়। আলোচনা সত্ত্বার প্রথমেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। আলোচন সভায় সভাপতিত্ব করেন আল হাজ্ব আবদুল আজিজ খন্দকার। এতে বক্তব্য দেন আল হাজ্ব হাফেজ কারী মাওলানা মীর মোহাম্মদ খায়রুল ইসলাম, মাদ্রাসার প্রধান মোহতামিম হাফেজ কারী রফিকুল ইসলাম, মাদ্রাসা সহকারি পরিচালক মাসুদ রহমান, পল্লী চিকিৎসক রুহুল আমিন, রাশেদুল ইসলাম রিংকু প্রমুখ। বক্তারা বলেন, শানে সাহাবা নূরাণী মডেল মাদ্রাসাটি নূরাণী তালীমুল কুরআন চট্টগ্রাম বোর্ডের অনুমোদিত।
মাদ্রাসাটিতে ১১ জান শিক্ষক সার্বক্ষনিক তাদের জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের ভবিষৎ আলোকিত করবে। বাংলার পাশাপাশি এখানে ইংরেজি, আরবি, গণিত ও তথ্য প্রযুক্তি বিষয়ে জানতে পারবে। এ শিক্ষা বর্ষে এখানে প্রায় ১৪০ জন শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অত্র মাদ্রাসার সহকারি শিক্ষক আবু ইউসুফ। আলোচনা সভায় শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।