গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত কয়েক দিনের প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তা-ঘাট, হাট-বাজারে কমে গেছে লোক সমাগম। জরুরী প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষই ঘর হতে বের হচ্ছে না। প্রচন্ড শীতে গরম কাপড়ের অপ্রতুলতার কারণে কষ্ট পাচ্ছে শীতার্ত মানুষ। আর এই শীতার্তদের শীত নিবারণে কাকডাকা ভোরে দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন। বুধবার ভোরে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন কুরপালা আশ্রয়ণ প্রকল্পে অর্ধ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন নারিকেল বাড়ি দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, এ পর্যন্ত আমরা দুই দফায় সরকারি ভাবে ৬হাজার ৭শত ২০টি কম্বল পেয়েছি। প্রথম দফায় পেয়েছি ৫হাজার ৪শতটি। দ্বিতীয় দফায় পেয়েছি ১৩শত ২০টি। এই কম্বল আমি ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভাগ করে দিয়েছি। এর পরে আমি বেসরকারি ভাবে ৪শত ৫০টি কম্বল পেয়েছি। এই কম্বলগুলো বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ও মাদ্রাসা এবং এতিম খানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ উপজেলায় আমরা একটি দরিদ্র মানুষকেও শীতে কষ্ট পেতে দিবো না। সরকারি বা বেসরকারি যে ভাবেই হোক আমরা প্রতিটি শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো।