মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, সব পণ্যই উৎপাদন এবং মজুত পরিস্থিতি স্বাভাবিক। এরপরও মাছ, মাংস এবং ডিমের মূল্য কেন বেশি, এসব কেন মানুষের ক্ষমতার বাইরে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এমন মন্তব্য করেন।
নবনিযুক্ত প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আসন্ন রমজানে যে সব এলাকায় নিম্ন আয়ের মানুষ বেশি, সে সব জায়গায় ট্রাকে করে কম মূল্যে মাছ, মাংস ও ডিম পাবে প্রান্তিক জনগোষ্ঠি। ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, কিছু পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তার কারণ অনুসন্ধানে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। সেইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় নিয়েও কাজ হচ্ছে। যারা অসৎ ব্যবসা করছে; তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com