শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::

বাকশালীদের ক্ষমতালিপ্সা দেশকে গভীর সঙ্কটে ফেলে দিয়েছে: আব্দুর রহমান মূসা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা বলেছেন, ‘আওয়ামী বাকশালীদের অবৈধ ক্ষমতালিপ্সা দেশকে গভীর সঙ্কটে ফেলে দিয়েছে। পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দেয়া হয়েছে। তিনি দেশের হারানো গণতন্ত্র, মানবাধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।’ গতকাল শনিবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণখান পশ্চিম থানার বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমির এ এস শাহনেওয়াজের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মুহাম্মদ জামালউদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো: মামুন, থানা কর্মপরিষদ সদস্য ডা. এম এ আলম, মাওলানা জেড রহমান, আইয়ুব আলী ও এম রহমান প্রমুখ।
আব্দুর রহমান মূসা বলেন, ‘সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়ে দেশকে এক স্বৈরতান্ত্রিক ও মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। তাই দেশের হারানো গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে না আসা পর্যন্ত জনগণকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি জুলুমবাজ ও ভোট ডাকাত সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে গণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় সকলকে রাজপথে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।’
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনে কোনো ব্যর্থতা বা হারানোর কিছু নেই। কারণ, আল্লাহ তা’য়ালা আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠাকে আমাদের জন্য অত্যাবশ্যকীয় করেননি বরং জীবনের শেষ দিন পর্যন্ত দ্বীনের ওপর অবিচল থেকে দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানোকেই ফরজ করে দিয়েছেন। তাই দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ময়দানে অপোষহীন ও অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে। তিনি এদেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ নেতাদের হত্যার বদলা নেয়া হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।’
দারুসসালাম থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ :বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের দারুসসালাম থানার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। থানা আমির মাওলানা আবু আল কামার সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহ জালালের স ালনয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উত্তর থানা আমির মনিরুজ্জামান শামী ও সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com