গাজীপুরের কালীগঞ্জে গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতারউজ্জামানের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়রের (ডরপ) প্রতিনিধিবৃন্দ। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে ডরপের নির্বাহী উপদেষ্টা আজহার আলী তালুকদারের নেতৃত্বে এ প্রতিনিধিদল সংসদ সদস্যের সাথে এ মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন ডরপের নির্বাহী উপদেষ্টা আজহার আলী তালুকদার। এ সময় ডরপের কার্যক্রম সম্পর্কে এমপি আগ্রহ প্রকাশ করলে বিস্তারিত আকারে ডরপ মাতৃত্বকালীন ভাতা, স্বপ্ন মা প্যাকেজ ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন প্রতিষ্ঠানটির নির্বাহী উপদেষ্টা। পরে তিনি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনায় অংশ নেন এবং আইনটি সংশোধনের জন্য সংসদে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন। এর আগে স্থানীয় ডরপ ইয়ুথ ফোরাম ও মাদার পার্লামেন্টের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান, ডরপের প্রোগ্রাম কোঅর্ডিনেটর রুবিনা ইসলাম, এনগেজমেন্ট অফিসার তরুণ কান্তি দাশ উপস্থিত ছিলেন।