শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

ঈমান ও বিশ্বাসের আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে: ড. হেলাল উদ্দিন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘দেশের মানুষের মৌলিক চাহিদা মেটানোর দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগতকারী এই ফ্যাসিস্ট সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা জনগণের ভোট ও ভাতের অধিকার হরণ করেছে। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছে আওয়ামী সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ট্রানজেন্ডারের নামে সমকামিতার শিক্ষা চাপিয়ে দিয়ে জাতি ধ্বংসের পায়তারা চলছে। শিক্ষা কারিকুলামের মাধ্যমে নৈতিকতা বিবর্জিত নাগরিক তৈরির অপকৌশল বাস্তবায়ন করা হচ্ছে। তিনি ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশে নৈতিকতা বিবর্জিত সকল শিক্ষাক্রম বাতিল করে এদেশের মানুষের ঈমান ও বিশ্বাসের আলোকে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রনয়নের দাবি জানান। একইসাথে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমিরে জামায়াতসহ দেশের সকল রাজনৈতিক বন্দীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।’ গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ‘জামায়াতে ইসলামী প্রচলিত কোনো রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শবাদী সংগঠন। জামায়াত তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জাতির যেকোনো দুর্যোগ ও ক্লান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে বিপদগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গণমানুষের প্রতি সে দায়বদ্ধতা থেকেই আজ আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। অন্যদিকে ক্ষমতাসীন সরকার শীতার্ত মানুষের পাশে না দাঁড়িয়ে অন্যায়ভাবে জুলুম, নিপীড়ন ও শোষণ চালিয়ে যাচ্ছে। দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বি ত হচ্ছে। তিনি শীতার্ত ও দুর্গত মানুষের দুর্দশা লাঘবে সরকার, দাতাসংস্থা ও সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।’ এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য প্রকৌশলী শেখ আল আমিন, নিউমার্কেট থানা সেক্রেটারি গোলাম ছরওয়ার, থানা কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com