শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম ::

বরিশালে বিএনপির কালো পতাকার বিক্ষোভ মিছিল, আটক ৩ জন

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

বর্তমান সরকারের অবৈধ ডামি সংসদ বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দেওয়ার দাবীতে কঠোর পুলিশ প্রশাসনের নজরদারী চোখ ফাঁকি দিয়ে কালো পতাকার বিক্ষোভ বরিশাল মহানগর বিএনপি সহ দলীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০) জানুয়ারী বেলা সোয়া ২টায় নগরীর বিএম কলেজ এলাকা থেকে মহানগর বিএনপির নেতৃবৃন্দদের নেতৃত্বে এ কালো পতাকার মিছিল বেড় করে মিছিলটি নতুল্লাবাত এলাকায় গিয়ে শেষ করে। এসময় কালো পতাকার বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদ্য প্রায় পোনে তিনমাস কারাভোগকারী বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুক, মহানগর বিএনপি সদস্য আব্দুল হালিম মৃধা,মহানগর বিএনপি সদস্য সাইফুল আনাম বিপুু, মহানগর বিএনপি সদস্য ও সাবেক মহানগর ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন, সদ্য কারামুক্ত মহানগর ছাত্রদল আহবায়ক এ্যাড. রেজাউল করীম রনি সহ বিএনপি ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড নেতৃবৃন্দ। এর পূর্বে কেন্দ্রীয় কর্মসূচি কালো পতাকার মিছিল নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সদররোডস্থ দলীয় কার্যলয়ে আসার পূর্বে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমানের নেতেৃত্বে অতিরিক্ত পুলিশ অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ের চারপাশ সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করার কারনে মহানগর বিএনপি নেতৃবৃন্দ সময় ও স্থান পরিবর্তন করে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে। এসময় মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক টেলিফোনে বলেন, আজকে আমাদের কেন্দ্রীয় শান্তিপূর্ণ কালো পতাকার মিছিল ঘোষনা করা ছিল। এই ফ্যাসিস্ট সরকার তার পুলিশ বাহিনী দিয়ে আমাদের দলীয় কার্যলয় ঘেড়াও করে রেখে আমাদের অফিসের ধারে কাছে ভিড়তে দেয়নি। অন্যদিকে কর্মসূচিতে অংশ নিতে যুবদলের বেশ কয়েকজন সদস্য আগুরপুর রোডস্থ প্রেসক্লাবের সম্মুখে অবস্থান নিলে পুলিশ সেখানে হানা দিয়ে যুবদল নেতা মিলটন সহ তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায়। এসময় আটককৃর্তদের বিষয় জানতে চাইলে পুলিশ জানায় তাদেরকে পুরানো মামলা থাকার কারনে আটক করা হয়েছে। নগরীতে হঠাৎ করে অতিরিক্ত পুলিশ অবস্থান নেওয়ার বিষয় জানতে চাইলে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুর রহমান বলেন,নগরীতে যেকোন ধরনের বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা নাশকতা এড়াতে সারা শহরে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com