রবিবার, ২৬ মে ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এডুকেশন ওয়াচ ইসলামী ব্যাংকে শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার বিশেষ সিএসআর তহবিলের আওতায় গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক মাইলস্টোন কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা জনসংখ্যা বৃদ্ধির হারের নিচে নেমে গেছে চালের উৎপাদন প্রবৃদ্ধি উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরলেন আব্বাস ডিসি-ইউএনওদের দামি গাড়ি দেয়ার সিদ্ধান্ত রাষ্ট্রীয় অর্থের অপচয় : অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন সরকারের ক্ষমতার পেরেক যেকোনো সময় ভেঙে যাবে : রিজভী কুমিল্লায় ডা. আবু নাঈমের বাগানের কচুরিপানা দর্শনার্থীকে বিমোহিত করে

কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

গাজীপুর কালীগঞ্জের জাঙ্গালীয়া এলাকার নরুণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এমপি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপ-পরিচালক মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথীর পাশাপাশি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা র্কর্মকর্তা নূর-ই-জান্নাত, কেন্দ্রীয় যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক এবিএম আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সদস্য মঞ্জুর হোসেন। এর আগে প্রধান অতিথীর বক্তব্যে আক্তারুজ্জামান বলেন, দেশ গড়তে হলে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। মেধা, মনন ও সংস্কৃতিতে সমৃদ্ধ হতে হবে। শিক্ষার পাশাপাশি ক্রীড়াতে মনোনীবেশ করতে হবে। আধুনিক জাতি গঠনে এর কোন বিকল্প নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com