শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম ::

স্বামী, পুত্র ও পুত্রবধূ নিয়ে ইতালি যাচ্ছেন ইসি রাশেদা সুলতানা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশীদের ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে ইতালি যাচ্ছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তার এ সফরে সঙ্গী থাকবেন আরও দুই ইসি কর্মকর্তা। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ৩ সদস্যের এ প্রতিনিধি দল ইতালি থাকবেন। এছাড়া রাশেদা সুলতানের সঙ্গে সফর করবেন তার স্বামী, পুত্র ও পুত্রবধূ। ইসি রাশেদা সুলতানার খরচ সরকার বহন করলেও পরিবারের সদ্যসদের যাবতীয় খরচ বহন করবেন তিনি নিজে।
ইতালি সফরে ইসির দুই কর্মকর্তার মধ্যে রয়েছেন, নির্বাচন কমিশনের সচিবালয় যুগ্ম সচিব (আইন) মাহবুবার রহমান সরকার, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার ব্যক্তিগত সচিব হাবিবা আখতার। তাদের এই সফরের সকল খরচ বহন কবরে নির্বাচন কমিশনের সচিবালয়ের আইডিইএ প্রকল্প।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে সাত দিনের সফরে রাশিয়া যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ আলমের পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, আগামী ১২ মার্চ কাজী হাবিবুল আউয়াল রাশিয়া যাচ্ছেন; আর ১৯ তারিখে তার দেশে ফেরার কথা রয়েছে। রাশিয়া সফরে সিইসির সঙ্গে থাকবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। রাশিয়ায় ১৪ থেকে ১৮ মার্চ ‘নির্বাচনী সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে তাদের অংশ নেয়ার কথা রয়েছে। চিঠিতে আরও বলা হয়, সিইসি এবং তার একান্ত উপ সচিবের সফরের ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে ইসি। নির্বাচন কমিশন এর আগেও রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com