সোমবার, ২৭ মে ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

আগুন লাগার ১১ দিনেও শুরু হয়নি সিরামিক কারখানার উৎপাদন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে আবুল খায়ের সিরামিক কারখানায় আগুন লাগার ১১ দিন পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি কারখানার স্বাভাবিক কার্যক্রম। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আবুল খায়ের সিরামিক কারখানার ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) মো. মর্তুজা মাহফুজ। এর আগে গত ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় আবুল খায়ের সিরামিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। মর্তুজা মাহফুজ জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীদের প্রায় আড়াই ঘন্টার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এরই মধ্যে আগুনে পুড়ে যায় সিরামিক কারখানার সেডের সিলিং, সিরামিকের তৈরি পণ্য, পণ্য উৎপাদনের মেশিন, রোবট, ওয়ারসহ মূল্যবান যন্ত্রপাতি। সব মিলিয়ে ওইদিন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান বেশি হওয়ার কারণে পূনরায় উৎপাদন এখনো চালু করা সম্ভব হয়নি। তবে এ ব্যপারে কারখানায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক সহযোগীতায় খুব দ্রুতই আবারও কারখানার উৎপাদন চালু করতে পারবেন বলেও তিনি জানান। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আবুবকর বলেন, শুরুতে আবুল খায়ের সিরামিক কারখানার একটি সেডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরে সেই আগুন পাশের বেশ কয়েকটি সেডে ছড়িয়ে পড়ে। খবব পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে পার্শ্ববর্তী পলাশ ফায়ার সার্ভিসের আরো দুই ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে ৩টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে সিরামিক কারখানার সেডের সিলিং, সিরামিকের তৈরি পণ্য, পণ্য উৎপাদনের মেশিন, রোবট, ওয়ারসহ মূল্যবান অনেক যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com