গত ১২ই ফেব্রুয়ারী সোমবার চিলাহাটি ভাউলাগঞ্জে সামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান আশা কতৃক আয়োজিত আশা’র প্রতিষ্ঠাতা মরহুম শফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার সিনিয়র রিজওনাল ম্যানেজার তরিকুল ইসলাম (টুনিরহাট), সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার জেলা ব্যাবস্থাপক- সঞ্চয় দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, অনুষ্ঠান সঞ্চালনা ও ব্যাবস্থাপনায় ভাউলাগঞ্জ হেলথ সেন্টার ইনচার্জ ডাঃ শাহরিয়া আলম। জেলা ব্যবস্থাপক সঞ্চয় দাস বলেন সারা বাংলাদেশে আশার ৭০ লক্ষ সদস্য বিভিন্ন সুবিধা নিয়ে যাচ্ছে, এর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ অবহেলিত জনগোষ্ঠীর জন্য দীর্ঘ দিন ধরে আশা কাজ করে চলেছে। আগামীতে আরো সামাজিক উন্নয়নে অংশীদারিত্ব বাড়ানোর চিন্তা ভাবনা আছে বলে উপস্থিত জনতাকে আশস্ত করেন। ভাউলাগঞ্জ হেলথ কেয়ার সেন্টারের ইনচার্জ ডাঃ শাহরিয়া আলম বলেন আশার প্রতিষ্ঠাতা মরহুম শফিকুল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে গভীর শোক প্রকাশ করছি, মানুষ মরনশীল প্রত্যেককেই মৃত্যু বরন করতে হবে, তার পরেও মানুষকে সুস্থ থাকতে হবে, তাই সচেতনার সার্থে বলতে চাই ডাক্তারের পরামর্শ ছাড়া খুব সহজে কেউ যেন এন্টিবাইটিক ঔষধ সেবন না করেন, এন্টিবাইটিক ঔষধ শুধু মাত্র রোগয়ই নির্মুল করে না পাশাপাশি শরীরের এন্টি বডি ক্ষমতাও নষ্ট করে দেয়। সবশেষে মিলাত মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।