শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::

জামালপুর প্রেসক্লাবের বনভোজন সম্পন্ন

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

গত ১০ ফেব্রুয়ারী শনিবার জামালপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২৪ ইং লুইস ভিলেজে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ সময় জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ শফিউর রহমান মহোদয় ও জামালপুর জেলার সাংবাদিক বান্ধব সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় ও তাহার সহধর্মিণী জামালপুর জেলা পুলিশ পুনাক এর সভানেত্রী সানজিদা হক মৌ। জামালপুর জেলার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরাব হোসাইন, জামালপুর জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি কাজী শাহনেওয়াজ ও জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীরসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ আয়োজিত বনভোজনে উপস্থিত হয়ে প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা ও পুরস্কার বিতরণে অংশ গ্রহন করেন। আনন্দঘন পরিবেশে সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চা বল খেলা, মহিলাদের বালিশ খেলা প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র এর মাধ্যমে সুশৃংখল ভাবে সন্ধ্যায় শেষ হয়। এমন সুন্দর আয়োজনের জন্য অতিথিবৃন্দরা ও সাংবাদিকগণ সন্তুোষ প্রকাশ করে প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সহসভাপতি অধ্যাপক সুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান কে ধন্যবাদ জানান ও সন্তোষ প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com