জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আদবাড়ীয়া মধ্যে পাড়ায় শালা, শালী ও দুলাভাই আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল পবিত্র কোরআনে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মেলা কমিটির সভাপতি ও ৫নং ওয়ার্ডের সদস্য মজনু মেম্বার। মেলার উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ পৌর সভার সাবেক দুই বারের সফল মেয়র হাজী দিদার পাশা, জেলা আওয়ামী লীগের সদস্য ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব আবু সাইদ সাদা, মেলান্দহ উপজেলার মহিলা ভাইচ চেয়ারম্যান জেসমিন আক্তার, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষেেদর সদস্য আবু তাহের ঠিকাদার, সহসভাপতি হামিদুল হক, বন ও পরিবেশ বিষয় সম্পাদক এস,এম গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হাবিবুর নাহার চৌধুরী স্নিগ্ধা, মেলান্দহ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম ও মাহমুদপুর আদবাড়ীয়া মধ্যে পাড়ায় শালা শালী দুলাভাই মেলা কমিটির সাধারণ সম্পাদক রিফাত সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোশাররফ হোসেন ময়না।