শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::

কারামুক্ত হলেন ছাত্রদলের সাবেক সভাপতি খোকন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন দুই মাস ১০ দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাফটকে তাকে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন।
উল্লেখ্য, গেল বছরের ২৯ নভেম্বর ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে পিটিয়ে পুলিশের কাছে তুলে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওইদিন রাতে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। ঘটনায় জানা গেছে, ছাত্রদলের সাবেক সভাপতি খোকন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটসহ তার মগবাজার নয়াটোলার বাসায় যাবার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার পথ রোধ করে। ছাত্রলীগের নেতা-কর্মীরা বলে, তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না? এ কথা বলেই ছাত্রলীগের কর্মীরা এলোপাতাড়ি মারতে থাকে খোকনকে। মুহূর্তের মাঝেই সেখানে আরো নেতাকর্মী কয়েকটি মোটরসাইকেলযোগে এসে তাদের সাথে যোগ দেয়। তার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এ সময় দৌড়ে রক্ষা পান খোকনের সাথে থাকা এক ছাত্রদল নেতা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com