শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম ::

ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়ে রাজধানীতে গণঅধিকার পরিষদের র‍্যালি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে র‍্যালি করেছে গণঅধিকার পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ভারতীয় পণ্য ও আগ্রাসন-বিরোধী র‍্যালি ও লিফলেট বিতরণ করে দলটির নেতাকর্মীরা।
র‍্যালিটি জাতীয় প্রেস ক্লাব থেকে কালভার্ট রোড হয়ে পুরানা পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকায় শেষ হয়। র‍্যালি শুরুর পূর্ব বক্তব্যে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, আগামী ঈদ হবে বাংলাদেশ জনগণের ঈদ, এই ঈদে আমরা কেউ ভারতীয় পণ্য ব্যবহার করব না। তিনি আরো বলেন, ভারত আমাদের অক্টোপাসের মতো চুষে খাচ্ছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া বাংলাদেশের জনগণের মুক্তির আর কোনো পথ নেই। আমরা গণঅধিকার পরিষদ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছি। ইতোমধ্যে আমাদের ডাকে জনগণ ব্যপকভাবে সাড়া দিচ্ছে। আমরা এই আন্দোলন বাংলাদেশ প্রতিটি ঘরেঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির পথ এখন একটাই, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় না, আমরা গণঅধিকার পরিষদ সাহস নিয়ে রাজপথে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি, লিফলেট বিতরণ করছি। আমরা জানি- এ লড়াইয়ের পথ অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের পূর্বে অনেকেই জীবন দিয়েছে দেশের জন্য, যার উজ্জ্বল উদাহরণ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। অনেককে গুম হতে হয়েছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ছেলে আজও গুম অবস্থায় আছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com