শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

সাফের সেরা খেলোয়াড় বাংলাদেশের সাগরিকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ নারী সাফে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের সাগরিকা। আগামীকাল তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও। আগামীকাল বেলা আড়াইটায় বাফুফের টার্ফে এক অনুষ্ঠানে বাংলাদেশেকে যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফিও দেওয়া হবে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল আজ প্রথম আলোকে বলেছেন, ‘বাফুফের কাছে কাল আমরা ট্রফি বুঝিয়ে দেব। সাগরিকার ট্রফিও দেওয়া হবে কাল।’ এবারের অনূর্ধ্ব-১৯ নারী সাফের প্রথম ম্যাচে সাগরিকার জোড়া গোলে নেপালকে হারায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে তাঁর একমাত্র গোলে জেতে বাংলাদেশ। ফাইনালে যোগ করা সময়ে বাংলাদেশের সমতাসূচক গোলদাতাও সাগরিকা। চার দলের টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনজন। দুজন ভারতের ও বাংলাদেশের সাগরিকা। তিনজনেরই গোল ৪টি করে। তবে সবাইকে ছাপিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পাচ্ছেন সাগরিকা। ৮ ফেব্রুয়ারি ঢাকার কমলাপুর স্টেডিয়ামে নাটকীয় ফাইনাল শেষে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। ফাইনালে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ঘটান অদ্ভূত এক কা-। দুদল টাইব্রেকারে ১১টি করে গোল করার পর টুর্নামেন্টের নিয়মের বাইরে গিয়ে টস করেন। টসে ভারত জেতে। তবে বাংলাদেশ পরে টস মানেনি। ম্যাচ কমিশনার টস বাতিল করে দুদলকে আবার টাইব্রেকার করতে বলেন। বাংলাদেশ এতে রাজী হলেও ভারত টাইব্রেকারে আর অংশ নেয়নি। পরে দুদলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সেদিন ভারতকে ট্রফি দিয়ে দেওয়া হয়েছিল। একই রকম আরেকটি ট্রফি বানিয়ে স্বাগতিক বাংলাদেশকে দিচ্ছে সাফ। ম্যাচ কমিশনারের টস কা-ে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা ছাড়া সাফ ফাইনালের দিন অন্য কোনো পুরস্কার ঘোষণা করেনি। অবশেষে তা ঘোষণা হয়েছে। টুর্নামেন্টের ফেয়ার-প্লে পুরস্কার পাচ্ছে নেপাল। আগামী মার্চে নেপালে সাফের আরেকটি বয়সভিত্তিক টুর্নামেন্টের সময় ভারতের কর্মকর্তাদের কাছে দেশটির দুই সর্বোচ্চ গোলদাতার ট্রফি ও নেপালকে ফেয়ার প্লে’র ট্রফি বুঝিয়ে দেবে সাফ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com