ময়মনসিংহে তারাকান্দায় অসুস্থ বিএনপির নেতৃবৃন্দ ও পরিবারের লোকজনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, তারাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে গতকাল উপজেলার গালাগাও ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলি মেম্বার, কামারগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক সরকার, বিসকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের মেয়ে নুসরাত জাহান নিপুণ ও রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হামিদের ছেলে নাঈম হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল (অস্থায়ী) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সাবেক চেয়ারম্যার শামছুল হুদা, বিএনপির নেতা মোখলেছুর রহমান আকন্দ, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, শামিল তালুকদার, ইবনে কাশেম মাষ্টার, তারাকান্দা উপজেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, ছাত্রদলে আহবায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদেলের সদস্য সচিব মামুন ফকির ও মোবারক খান প্রমূখ।