শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম ::

উলিপুরে গুড়িয়ে দেওয়া হলো ৩টি অবৈধ ইটভাটা, জরিমানা ১২ লাখ টাকা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ বান্ধব উপায়ে ইট তৈরি না করা ও পরিবেশ অধিদপ্তরের কাগজ না থাকায় তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও জরিমানা করা হয় ১২ লাখ টাকা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীরে মেসার্স এম এম ব্রিকস ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা, পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতিবাড়িতে মেসার্স এইচ এম ব্রিকস নামক ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় ৪ লাখ টাকা এবং তবকপুর ইউনিয়নের নিরাশির পাথারে অবস্থিত মেসার্স এম আর বি ইকো ব্রিকস নামে অবৈধ ইটভাটাকে ৩ লাখ ৫০হাজার টাকা জরিমানা করে গুড়িয়ে দেয়া হয়। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। জানা গেছে, বুধবার (২৮ ফেব্রুয়ারী) দিনভর পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে এই অভিযান পরিচালনা করেন। এছাড়াও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য এবং উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এবিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com