শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১০ অপরাহ্ন

দেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে ভোট দিতে যায়নি কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪

কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু বলেছেন, ৮৬ সাল ও বতমান ২৪ সালের ৭ই জনুয়ারী বিএনপি সহ ৬২টি দল নির্বাচনে না যাওয়া ও ভোট কেন্দ্রে জনগণের না যাওয়ায় দেশের মানুষ একটি ঐতিহাসিক সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। আমরা নির্বাচন বয়কট সহ প্রতিহত করব একথা কখনো বলিনি আমরা দেশের জনগণকে বলেছি আপনারা কেহ ভোট কেন্দ্রে যাবেন না দেশের মানুষ আমাদের কথায় সাড়া দিয়ে কেহ ভোট কেন্দ্রে যায়নি এটা আমাদের দলের আন্দোলনের বড় একটি সফলতা বলে আমি মনে করি। এসময় তিনি আরো বলেন ইসলামী অঅন্দোলনের সাথে আমাদের কয়েকটি বিষয় কথা হওয়ার কারনে তারাও অঅমাদের সাথে যুগপুত আন্দোলনে এক হয়ে কাজ করছে এবং তারাও বলেছে এই অবৈধ অনির্বাচিত ও দেশের সম্পদ বিক্রি করে দেওয়া সরকারে সাথে আমরা নেই। সেই আলোকে আমাদের এক সাথে আন্দোলনে থাকার কারনে তাড়াও নির্বাচনে অংশ গ্রহন করেনি। বরকত উল্লাহ ভুলু আরো বলেন সময় কথা বলবে কখন আমরা বিএনপি সহ ৬২টি রাজনৈতিক দল এক সাথে একই মঞ্চে উঠব। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি সহ তেল গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারনে জনগণের মধ্যে থেকে নতুন করে অন্দোলনে নামার জন্য সাড়া পড়তে শুরু করেছে। এসময় তিনি বলেন দেশের ইতিহাসে আমরা সু-শৃঙ্খল ও অহিংস আন্দোলন করেছি যা বিগত দিনে কোন দলই করেনি। তাছাড়া আপনারা ভাল করেই জানেন গদ ২৮ই অক্টোবর আমাদের সমাবেশে সরকারের বাহিনীর সদস্যরা সমাবেশ ভন্ডুল করে দেওয়ার জন্য গুলি,সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ব্যবহার করেছে। একই সময় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের ২৭ হাজার নেতা কর্মীদেরকে আটক রেখে ভোটার বিহীন নির্বাচন করে সরকার গঠন করেছে। এসরকারের আয়ূকাল বেশিদিন থাকবে না। এসময় তিনি দলীয় সকল নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে আবারো মাঠে কাজ করার আহবান জানান। শুক্রবার (১লা) মার্চ বিকালে নগরীর একটি রেস্তোরায় নেতা কর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাৎকালে একথা বলেন। এর পূর্বে তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই বাৎসরিক মাহফিলে জুম্মার নামাজ আদায় করে ঢাকায় ফিরে যাবার পথে এই সৌজন্য স্বাক্ষাৎ বলে তিনি স্বিকার করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমতউল্লাহ, করিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক দক্ষিন জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আখতার হোসেন মেবুল মহানগর বিএনপি সদস্য নুরুল আলম ফরিদ সহ মহানগর আহবায়ক কমিটির বিভিন্ন সদস্য ও া্গং সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com