শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার জামালপুর
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান মিজান, হাজী দিদার পাশা, শ্রমবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু ও সদস্য আজিজুর রহমান ডল প্রমুখ। মতবিনিময় সভায় সদর উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com