সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া বারো মিয়ার দীঘির পাড় এলাকার মোহাম্মদ আলী হোসেন সোহাগ(২৮) উত্তর সাইপ্রাসের গাজী ভোরেন এলাকায় কর্মরত অবস্থায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে গত ৯ ফেব্রুয়ারী শুক্রবার মৃত্যুবরণ করেন। তার মরদেহ দেশে আনা ব্যবস্থা করার পর এবার সোনাগাজী প্রবাসী ফোরাম নর্থ সাইপ্রাস কমিটির পক্ষ থেকে সোহাগের পরিবারকে ৬ লাখ ৮৭ হাজার ৫১ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করে। ৫ মার্চ মঙ্গলবার বিকালে সোহাগের বাড়ীতে গিয়ে তার মা ও শাশুড়ীর হাতে টাকা তুলে দেন সোনাগাজী প্রবাসী ফোরাম নর্থ সাইপ্রাস কমিটির সভাপতি ইমাম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি সাখাওয়াত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম সানী, দপ্তর সম্পাদক খলিলুর রহমান শামীম, সদস্য আনোয়ার হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উত্তর সাইপ্রাস কমিউনিটি ফোরাম সোনাগাজীর সভাপতি ইমাম উদ্দিন বলেন, আমরা সবমসময় প্রবাসীদের পক্ষে কাজ করে আসছি। সাইপ্রাসে অবস্থান করা অন্তত ৩শতাধিক সদস্যদের আমাদের সংগঠনটি বাংলাদেশী প্রবাসীদের পাশে নিঃস্বার্থ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চরচান্দিয়ার মরহুম আলী হোসেন সোহাগ ভাইয়ের পরিবারকে ফোরামের পক্ষ থেকে সহযোগিতা করেছি।