মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় অবস্থিত আলখলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে দেশের সহস্রাধিক ক্বিরআত প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ সম্পন্ন করেছে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এর আগে সকাল ১০টা থেকে বরুণাস্থ ফেদায়ে ইসলাম (রহ.) এর ভবণে কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন, বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা সাইদুর রহমান বর্ণভী। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ হেদায়াতী বয়ান ও মোনাজাত পরিচালনা করেন বরুণার পীর আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর, শায়খুল হাদিস আল্লামা শায়খ মুফতি রশিদুর রহমান হামিদী। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর অন্যতম উপদেষ্টা ও বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী, আল খলীল বোর্ডের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি, বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ক্বারী শেখ বদরুল আলম হামিদী। কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, বরুণা মাদরাসার শায়খুল হাদিস ও আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের উপদেষ্টা, শায়খুল হাদিস হাফিজ মাওলানা অলিউর রহমান বর্ণভী, বোর্ডের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা হিলাল আহমদ সিলেটি, কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল গফুর কবীর, হাফিজ মাওলানা ফখরুজ্জামান, হাফিয মাওলানা ইমদাদুল্লাহ খান প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন বোর্ডের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি জহির উদ্দিন কাসেমী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা শফিউল আলম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরীফপুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত আরিফ, বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, কেন্দ্রীয় সহ-মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজায়ফা, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনহার উদ্দিন, সহ-প্রকাশনা সম্পাদক মাওলানা হাবিবুল মুরসালিন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা আদিল আলম হামিদী, মাওলানা আহমদ জুবায়ের জুয়েল। শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দিনব্যাপী কর্মশালায় ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহস্রাধিক কেন্দ্রের জিম্মাদারসজ শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলখলীল কুুরআন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজানে সারাদেশে বিশুদ্ধ তিলাওয়াতে কুরআনের প্রশিক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে আসন্ন রমজানে সারাদেশের সহস্রাধিক দারুল কিরআত প্রশিক্ষণ কেন্দ্রে সহস্রাধিক বিজ্ঞ কারী নিয়োগ সম্পন্ন করা হয়েছে। বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় থেকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ কার্যক্রম সমাপ্তি হয়। বোর্ডের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা হিলাল আহমদ বলেন, প্রতি রমজান মাসেই যোগ্য, দক্ষ ও বিজ্ঞ শিক্ষক শিক্ষিকা তৈরীর লক্ষ্যে দিনব্যাপী শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আলখলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ। আজকের কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে নবীন প্রবীণ ক্বারী ফুজালাগণ অংশগ্রহণ করেছেন।
কর্মশালা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের জিম্মাদারগণ ভর্তি ফরম, পাঠ্যপুস্তকসহ যাবতীয় কাগজপত্র নিয়ে যান। প্রসঙ্গত, আলখলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মাওলানা আদনান আলম হামিদী। ২০১১ সালে আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশে প্রতিষ্ঠালাভ করে।