বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

অপরাধী যতই ক্ষমতাসীন হোক ছাড় পাবে না: ওসি রাশেদুল ইসলাম

দেলোয়ার হোসেন রশিদী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

অপরাধী যতই ক্ষমতাসীন বা আপনজন হোক ছাড় পাবেনা। অপরাধ এবং অপরাধীর সাথে কোন আপোষ নেই। কিশোরগ্যাং, গরুচোর, মাদককারবারী সহ যেকোনো অপরাধে জড়িতদের যারা নেতৃত্ব দেবে তাদেরকেও ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম। ৬ই মার্চ বুধবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমরা থানা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করি লোহাগাড়ার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে। আমি থানায় যোগদানের পর গত ৮ মাসে লোহাগাড়ায় গরু চুরি একধম বন্ধ করতে সক্ষম হয়েছি, কিশোরগ্যাং নির্মূল করার চেষ্টা করেছি সেখানেও অনেকটা সফল হয়েছি। প্রতিটি এলাকার সচেতন মানুষের সহযোগিতা পেলে আগামীতে সব ধরনের অপরাধ নির্মূল করা সহজ হবে। তাই যেকোনো প্রয়োজনে রাত ৪টা হোক, ভোর ৫টা হোক আমাকে সরাসরি ফোন দিবেন। সবসময় আমার সহযোগিতা পাবেন। কোন অপরাধীর তথ্য দিতে ভয় পাবেননা। আপনার এলাকায় বখাটে, চোর, মাদককারবারী থাকলে সরাসরি অফিসে এসে আমাকে জানাবেন। আপনার পরিচয় গোপন রাখা হবে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবো। আমরা থানা পুলিশ এতো কষ্ট করতেছি শুধু মানুষকে শান্তিতে রাখতে। লোহাগাড়ার মানুষ শান্তিতে থাকলে অত্যান্ত ভালো লাগে। প্রশান্তি পাই। অভিভাবকদের উদ্যশ্যে তিনি বলেন, আপনার ছেলে মেয়েরা স্কুলে যাওয়া-আসার আগে এবং পরে কোথায় যাচ্ছে কার সাথে মিশচ্ছে সেটা খেয়াল রাখবেন। খারাপ চরিত্রের কোন ছেলের সাথে মিশতে দিবেননা। প্রয়োজন ছাড়া হাতে মোবাইল ফোন দিবেননা। সন্তান সুশিক্ষায় শিক্ষিত নাহলে আপনার পাহাড় সমান সম্পত্তির কোন মূল্য থাকবেনা। সব বিনিয়োগ শেষ হয়ে যাবে। তাই সময় থাকতে ছেলের যতœ নিন এবং খবর নেন। কারণ তারাই আগামীতে দেশ পরিচালনা করবে। তিনি আরো বলেন, বর্তমান এদেশে বহু রিকসাওয়ালার ছেলে বিসিএস ক্যাডার হচ্ছে। কৃষকের ছেলে অফিসার হচ্ছে। সঠিক যতœ পেলে আপনার ছেলেও একদিন বড় কোন পদে আসবে। কার কপালে কি লেখা আছে বলা যায় না। তাই আজ থেকে আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন এবং সঠিক পথে চলার জন্য তাকে উৎসাহিত করবেন। পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদের সভাপতিত্বে ও ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বরত অফিসার এএসআই মুহাম্মদ ইকবাল, বান্দরবান জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ কউছার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ এহছান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কামাল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আহমদ, পদুয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাজি শের আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ইউপি সদস্য, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com