শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::

হৃদরোগে আক্রান্ত নাছিমা বেগমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার দক্ষিণ রামারপোল গ্রামের কৃষক খোকন ভূইয়ার স্ত্রী ৪ সন্তানের জননী নাছিমা বেগম(৪৫) হৃদরোগ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য পরিবারের জমিজমা বিক্রি করে ইতিমধ্যে ১০লক্ষ টাকা ব্যায় করে পরিবারটি এখন নিঃস্ব। নাছিমা বেগম হৃদরোগের জন্য ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ডায়াবেটিস রোগের জন্য বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তার হার্টের বাইপাস সার্জারী করা জরুরী বলেছেন কর্মরত চিকিৎসক। আর এই চিকিৎসা খরচ যোগানো অসহায় নাছিমা বেগমের পরিবারের পক্ষে যোগার করা অসম্ভব হওয়ায় তার পরিবার সরকারী বেসরকারী সাহায্য পাওয়ার আবেদন জানিয়েছেন। একই সাথে দেশের ধর্ণাঢ্য ব্যক্তি ও প্রবাসি ভাইদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। অসহায় নাছিমা বেগমকে সাহায্যের জন্য বিকাশ ও ব্যাংক নাম্বার- ০১৩২৩০০৫৫৯৪ (বিকাশ) ও ব্যাংক একাউন্ট নাম্বার-NASIMA BEGUM, A/C NO-20507770220145232, TORKI BONDOR, BARISHAL(271/05), AGEN BANKING SERVICE, SWIFT CODE-IBBLBDDHFRD, ISLAMI BANK BANGLADESH PLC




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com