টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকালে বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি আলহাজ্ব হাফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো.মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর ২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল। উদ্বোধক গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোঃ শফিকুল ইসলাম,।বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো মতিউর রহমান মতি, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাজী বিল্লাল হোসেন। মোল্লা, মো. আব্দুল আলীম মোল্লা সাবেক প্যানেল মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশন মো. হারুনুর রশিদ সদস্য সচিব, ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, জাকির হাসান খোকন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ, মো. জালাল মাহমুদ আহবায়ক, ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগ মো. সাখাওয়াত হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, টঙ্গী পশ্চিম থানা, মো. মোশিউর রহমান সরকার বাবু, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়। এ সময় প্রধান অতিথি তার স্বাগত বক্তব্যে বিদ্যালয় বিভিন্ন উন্নয়নের অগ্রগতি নিয়ে শিক্ষা ব্যবস্থায় আগামীতেও প্রতিষ্ঠানের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।