মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

মৌলভীবাজারে ‘আমরা ক’জন ইন্টারন্যাশনাল’ কর্তৃক দরিদ্রদেরকে খাদ্যসামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মৌলভীবাজারে দরিদ্রদেরকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশে-বিদেশে বঞ্চিত মা ও শিশুদের কল্যাণমূলক চ্যারিটি সংস্থা ‘আমরা ক’জন ইন্টারন্যাশনাল’। মৌলভীবাজার সদর উপজেলার ‘আসিয়া’ গ্রামের কোরেশী বাড়ীতে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন আমরা ক’জন ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি নেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব মুন কোরেশী। খাদ্যসামগ্রী বিতরণস্থল কোরেশী বাড়ীতে ছিলোনা বিশেষ কোন আয়োজন। ছিলোনা কোন মঞ্চ, আসন, মাইক। ছিলেন না প্রধান অতিথি, বিশেষ অতিথি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী। শুধুমাত্র উপকারভোগী দরিদ্রদের উপস্থিতিতে একেবারেই অনাড়ম্বরভাবে সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুন কোরেশী নিজেই দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এর আগে তার মরহুম পিতা-মাতাসহ সকল মুসলিম উম্মাহর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে মৌলভীবাজার জেলার সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শ. ই. সরকার জবলু এবং নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. রুহুল আলম রনি উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী বিতরণ শেষে মুন কোরেশী বলেন- মননশীল মানসিকতা আর মানবতার টানে দেশে বিদেশে বঞ্চিত মা ও শিশুদের কল্যানমূলক চ্যারিটি সংস্থা আমরা ক’জন ইন্টারন্যাশনাল ইউকে এর উদ্যোগে ও অর্থায়নে এবারে প্রথমবারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ গ্রামের মাটি আমার জন্মস্থান। এখানেই আমার শিকড়। এ মাটিতেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন আমার জন্মদাতা পিতা-মাতা। তাই, বাংলাদেশে আমরা ক’জন ইন্টারন্যাশনাল ইউকে এর কার্যক্রম এখান থেকেই শুরু করেছি। তিনি আরো বলেন- মুলতঃ প্রবাসে মা-ও শিশু এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এ সংস্থা। এখন থেকে দেশের মানুষদের কথা চিন্তা করে নতুন প্রজেক্ট হাতে নেয়া হবে। রমজানে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার, বিবাহে আর্থিক সহায়তা, অসুস্থ্য রোগীক সহায়তা, সেলাই মেশিন বিতরণ, টিউবওয়েল স্থাপন, গৃহনির্মাণে সহায়তাসহ অসহায় ও দরিদ্রদের উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়ন করবে আমরা ক’জন ইন্টারন্যাশনাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com