রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

এমএনআরএস ট্রাস্ট বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত

শাহ বুলবুল:
  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪

আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘এমএনআরএস ট্রাস্ট’র বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান। সম্প্রতি উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজন করা হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এমএনআরএস ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মিসেস মমতাজ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। মেধাবীদের পদচারণায় মুখরিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর শাখার অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, মৌশাইর শাখার অধ্যক্ষ অধ্যাপক এম.এ মান্নান, উত্তরা সেক্টর-৬ ক্যাম্পাসের অধ্যক্ষ হেমায়েত উদ্দিন সিকদার, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলÑডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান এনপিপি, পিএসসি (অব.) প্রমুখ। মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল এবং কলেজের বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত উপাধ্যক্ষগণ, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী এবং তাদের সম্মানিত অভিভাবকগণ।
উল্লেখ্য, প্রথমবারের মতো এমএনআরএস ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ডিসেম্বরে। এতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও অষ্টম শ্রেণির বাছাইকৃত চার শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং বৃত্তি লাভ করে ৭৮ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com