শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::

বাগেরহাট কাড়াপাড়া ও ষাট গম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা

বাগেরহাট সদর প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও দলীয় সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২৩ মার্চ শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে যৌথ বর্ধিত সভা দুটি অনুষ্ঠিত হয়। কাড়াপাড়া ও ষাট গম্বুজ ইউনিয়নে অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে ফকির দিদারুল ইসলাম ও মো: আব্দুল হাই। কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন ও মোল্লা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা দুটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু। তিনি তার বক্তব্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বে দলীয় সাংগঠনিক অবস্থাকে সুসংগঠিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে জেলা আ: লীগের শেখ আজমল হোসেন, ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, পৌর আঃলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সম্পাদক ইবনে মিজান হিরু, খান রেজাউল ইসলাম, রিজিয়া পারভীন, মুক্তিযোদ্ধা শওকাত হোসেন, হুমায়ুন কবীর পলি , ইজাবুল মোড়ল, নকিব আঃ কাদের, ইমরান আহম্মেদ মনি, লিটন সরকার, মুকুল মল্লিক, রাহী সুমন , জাহিদুর রহমান, মোহমদ আলী মোহন, সেলিনা আক্তার শেলী প্রমূখ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান হিসাবে সরদার নাসির উদ্দিনের পক্ষে তাদের সর্বসম্মত সিদ্ধান্ত প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com