শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::

ডিমলায় নদী রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সমাজতান্ত্রিক জোটের সমাবেশ

জাহাঙ্গীর রেজা (ডিমলা) নীলফামারী
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪

পুরো রমজান মাস ও আসন্ন ঈদকে সামনে রেখে সকল ধরনের পোশাক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তিস্তাসহ অভিন্ন ৫৪ টি নদী রক্ষার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। এসময় বক্তারা বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত, আর এ ভারত থেকে চোরাকারবারি হচ্ছে বাংলাদেশে, চোরাকারবারির সময় হচ্ছে, গুম,হত্যা, নানান ধরনের অপ্রীতিকর ঘটনা। অবৈধভাবে আসছে বিভিন্ন ব্রান্ডের মাদকদ্রব্য, ধ্বংস হচ্ছে উঠতি বয়সের যুব সমাজ। সরকারের নতজানু নীতির কারণে এ ধরনের সীমান্ত হত্যা ঘটেই চলেছে। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশী শক্তির হস্তক্ষেপ ও অন্যায় আবদার মেনে নিয়ে সরকার দেশ পরিচালনা করছে। যা স্বাধীন সার্বভৌম দেশের প্রতি হুমকি। সরকারের এ ধরণের নতজানু নীতির বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা। শনিবার (২৩-মার্চ) বেলা ১১ টার দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল উপজেলা শাখার আয়োজনে ডিমলা উপজেলার শুটিবাড়ি মোড় স্মৃতি অম্লান চত্বরে বাসদ মাহবুব ঢাকা কেন্দ্রীয় কমিটি ও ডিমলা উপজেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মাহবুবের উদ্যোগে তিস্তা সহ অভিন্ন ৫৪ টি নদীর পানির ন্যায্য হিস্যা আদা, সন্ত্রাস, জঙ্গি দমন, সারাদেশে ব্যাপক শিল্প স্থাপন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, লবন, চিনি, ছোলা, খেজুর, আঙুর ফলসহ সকল পণ্য দ্রব্যের মূল্য কমানো ও বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নীলফামারী জেলা বাসদ মাহবুব এর সাধারণ সম্পাদক বাবু অজয় কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড ইয়াসিন মিয়া আহবায়ক বাসদ ঢাকা, প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শ্যামল কান্তি দে যুগ্ন আহ্বায়ক বাসদ মাহবুব কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুর্তজা হাফিজ মুকুল সদস্য বাসদ কেন্দ্রীয় কমিটি, কমরেড সৈয়দ লিটন মিয়া সদস্য বাসদ কেন্দ্রীয় কমিটি ঢাকা সাবেক কেন্দ্রীয় ছাত্র যুব নেতা তিনি বক্তৃতায় বলেন, চাল ডাল তেল ছোলা সহ দ্রব্যমূল্য কমাতে হবে উত্তরবঙ্গে ব্যাপক কৃষি শিল্প মৎস্য প্রক্রিয়াজাত কেন্দ্র গার্মেন্টস শিল্প স্থাপন করতে হবে সারাদেশে ঘুষ দুর্নীতি নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। সেই সাথে সন্ত্রাস সাম্রাজ্যবাদ পুঁজিবাদ মৌলবাদ নির্মূল করতে হবে, এদেশের প্রতিটি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও ন্যায় বিচার চালু করতে হবে ব্রিটিশরা ২০০ বছর পুলিশ ম্যাজিস্ট্রেট দিয়ে ভারতীয় উপমহাদেশ শাসন করেছিলেন ঠিক তেমনি বর্তমান সরকারও ২০০৮ সাল থেকে অদ্যবধি পুলিশ ম্যাজিস্ট্রেট দিয়ে দেশ পরিচালনা করতেছেন গণতান্ত্রিক সংগঠনের দাবি আদায়ের কর্মসূচি নস্যাৎ করতেছেন। এসময় উপস্থিত ছিলেন কমরেড তোফাজ্জল হোসেন সদস্য জেলা বাসদ নীলফামারী, মোহাম্মদ মশিয়ার রহমান সদস্য জেলা বাসদ নীলফামারী কমরেড সায়েদ সদস্য জেলা বাসদ নীলফামারী কমরেড মোঃ মজুম উদ্দিন সদস্য জেলা বাসদ নীলফামারী, মোহাম্মদ জুয়েল রানা সদস্য জেলা বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পাটির উপজেলা কমিটির সহ-সভাপতি বাবু মনি সিংহ রায়, সহ-সাধারণ সম্পাদক বাবু রমেন কুমার সিংহ রায় প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com