জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর গত জন্ম শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসহায় ভূমিহীনদের বরাদ্দ দেওয়া ঘরের সার্বিক অবস্থা, বিদ্যুৎ, পানি, স্যানিটেশন সহ অনুপস্থিত পরিবারের সংখ্যা সমাধানের লক্ষ্যে গলাচিপা উপজেলা প্রশাসন মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও ট্যাক প্রতিনিধি সহ গ্রাম পুলিশ এবং দফাদারদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। সমস্যা সমাধান ও বাস্তব চিত্রের জরিপ কার্য্য দেখভাল ও প্রতিবেদন রিপোর্ট পেশ করার লক্ষ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আকরামুজ্জামান, পল্লী বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাঈনুদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী আ. রহমান ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। সভায় ১২ টি ইউনিয়নের জরিপ ও ফাঁকা ঘর, বিধ্বস্ত বা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ বিষয়ে ব্রিফিং দেওয়া হয়।