বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের বড় ভাই, সিলেট মহানগরী জামায়াতের ৮নং ওয়ার্ডের সভাপতি ও সংগঠনের রুকন মোহাম্মদ বদরুল হক গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্রেইন স্ট্রোক সংক্রান্ত জটিলতা সহ নানাবিধ শারীরিক সমস্যায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৩ ভাই ও ২ বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বাদ জুম্মা সিলেটের বিয়ানী বাজারের পূর্ব মুরিয়ার নিজ গ্রাম আষ্টগরি জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আ.সবুর ফকির,উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য লস্কর মুহাম্মদ তাসলিম,মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা উত্তরের আমীর আনোয়ার হোসেন খান,জেলা দক্ষিণের নায়েবে আমীর লোকমান আহমেদ,সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি এডভোকেট আ.রব, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর আ.রহমান, বিয়ানিবাজার উপজেলা আমীর ফয়জুল ইসলাম প্রমূখ। নামাজে জানাজা পরিচালনা করেন মরহুমের ছোট ভাই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
শোকবাণী: মোহাম্মদ বদরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম মোহাম্মদ বদরুল হক ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ অগ্রসৈনিক। তিনি দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সে পথেই অবিচল ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার ছোট ভাই মুহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর। মহানগরী নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিলের তাওফিক কামনা করেন।