শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

বাগেরহাট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল

বাগেরহাট সদর প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

৬ তারিখ শনিবার বিকালে বাগেরহাট ফাউন্ডেশন সভাকক্ষে সংগঠনের নির্বাহী পরিষদের সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষাবৃত্তি ২০২৩ সালের জন্য সর্বমোট ২৬৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সভায় যাচাই-বাছাই শেষে ২১০ জনকে শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত হয়। এছাড়াও সভায় জানু/ফেব্রু/মার্চ-২০২৪ মাসে বাগেরহাট ফাউন্ডেশনের আয়-ব্যয় হিসাব উপস্থাপন ও অনুমোদন প্রদান করা হয়। বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দারের সঞ্চালনায় ও বাগেরহাটের জেলা প্রশাসক ও বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি মোহা: খালিদ হোসেনের সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-খুলনা আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদা আক্তার বানু লুসি। অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক কল্লোল সরকার, নির্বাহী সদস্য ফিরোজুল ইসলাম, শেখ আবুল হাসেম শিপন, বাবুল সরদার, রিজিয়া পারভীন,মো: মনি মল্লিক,আসমা আজাদ, কাজী শরিফুল ইসলাম সেলিম, আসাদুল কবীর, রতন নন্দী, সাদিয়া আফরোজা, হেনা চৌধুরী,অফিস সহকারী মুরাদ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বাগেরহাট ফাউন্ডেশনের কর্মতৎপরতা বাড়াতে ঢাকাস্থ বাগেরহাট সমিতির সাথে যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত হয়। এই লক্ষ্যে আগামী ১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট সার্কিট হাউজে বাগফা নির্বাহী কমিটির সাথে বাগেরহাট সমিতির সদস্যদের মতবিনিময় সভার আহবান করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com