পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১২ প্রার্থীর মনোয়ন দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন না?জিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলীমদ্দিন। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ৫ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে সাবেক মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের ছোট ভাই, দৈনিক আজকের দর্পন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম নূরে আলম সিদ্দিকী (শাহীন), উপজেলা পরিষদের সাবেক দুইবারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার, ডাকসুর দুইবারের ভিপি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমএলএ (প্রাদেশিক পার্লামেন্ট সদস্য-১৯৬৫-৭০) নিরোদ বিহারী নাগের ছেলে ডাক্তার দীপঙ্কর নাগ এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট দ্বীপ্তিষ চন্দ্র হালদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস (রুনা), উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি আলো রানী সিকদার এবং মোছা: মারুফা খানম জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র দাখিল করেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান (রঞ্জু), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী (তাপস), তরুন সমাজসেবক জহিরুল ইসলাম খান (হৃদয়) এবং সুজিত সিকদার মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ৮ মে নির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম)-এ।