পিরোজপুর সদর উপজেলায় বড় এলাকায় দোকানের কর্মচারী সাব্বির হত্যার বিচার ও অভিযুক্ত সজিবকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুর শহরের সর্বস্তরের জনগনের ব্যানারে দেড় ঘন্টা সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত সাব্বিরের বাবা সুলেমান শেখ ও মা তাদের সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পরেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধনে বক্তারা বলেন, যুবক সাব্বির শহরের বড়পোল এলাকায় সাজিব নামের এক ব্যক্তির দোকানের কর্মচারী ছিলো। দোকানের অতিরিক্ত কাজের চাপের কারণে সাব্বির এই দোকানে কাজ করতে রাজি হচ্ছিলো না। ঈদের পরে শনিবার দোকান মালিক সজিব ও তার শ^শুর আলাউদ্দিন জোড় করে মারধর করে সাজিবকে নিয়ে যায়। রোববার দুপুরে সাব্বির অসুস্থ হয়ে পড়েছে বলে দোকান মালিক সজিব সাব্বিরের পরিবারকে জানালে সাব্বিরের পরিবারের লোকজন এসে দেখেতে পায় হাসপাতালে সাব্বির মৃত অবস্থায় আছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বলেন, দোকান মালিকে সাজিব সহ তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে যুবক সাব্বির শেখেকে হত্যা করেছে। তাই প্রশাসনের কাছে তারা দাবী করেন অতিদ্রুত অভিযুক্ত দোকান মালিক সজিব সহ তার সহযোগীদের গ্রেপ্তার করা হোক। মাববন্ধনে বক্তব্য রাখেন শংকরপাশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: নুরুল ইসলাম, নিহত সাব্বিরের পিতা সোলায়মান শেখ, নিহতের মামা এ্যাড. মো: মহিবুল্লাহ, স্থানীয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম সহ স্থানীয়রা।