রবিবার, ০৫ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

ফরিদপুরে স্থায়ী প্রশস্ত ব্রিজের দাবীতে মানববন্ধন

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ফরিদপুরের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে সদরের প্রধান শহরে কুমার নদীতে অবস্থিত ক্ষতিগ্রস্থ বেইলি ব্রিজটি অপসারণ করে স্থায়ী প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা একটার দিকে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তফা, শাহজাহান সিরাজ চুন্নু, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ টুটুল প্রমূখ। সকল বক্তারা বলেন ফরিদপুরের সর্বস্তরের জনগণের দাবি এ ব্রিজটা যেন স্থায়ী ভাবে করা হয়। কেননা এটি স্থায়ী হলে জনগণের উপকারে আসবে। ব্রিজটিতে প্রতিদিন হাজার হাজার লোক চলাফেরা করে থাকে। তাদের চলাচলের সুবিধা হবে। তারা বলেন বেইলি ব্রিজটা মূলত অস্থায়ী ব্রিজ। বিগত ৪০ বছরেও এটা কেন সু প্রশস্ত এবং পাকা হচ্ছে না, সেটাই কর্তৃপক্ষের নিকট আমাদের প্রশ্ন?। বক্তারা আরো বলেন এই ব্রিজটাকে যদি বড় করে সুপ্রশস্ত করে, তাতে যান চলাচলের উপযোগী করে দেয়া হয়, তাহলে ফরিদপুর বাসী অনেক বড় উপকার পাবে বলে মানববন্ধনে দাবি করেন উপস্থিত সকলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com