শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::

টেংগারচর ইউনিয়ন পরিষদের সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উদ্বোধন

গজারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

‘সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সর্বজনীন’ স্লোগানে গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন পরিষদের সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি এর উপস্থিতে এই কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়নে পরিষদের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সব নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে এই সর্বজনীন পেনশন স্কিম। এটি সফল করতে সকল পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন এই মুহূর্তে। এসময় পেনশন স্কিমের নিবন্ধন সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উপজেলা টেংগারচর ইউনিয়ন পরিষদের অফিসে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নে পরিষদের সচিব মো মিনহাজ উল্লাহ, মোঃ ছানাউল্লাহ সিকদার, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, উদ্যোক্তা আওলাদ হোসেন, ইউপি সদস্য আয়েশা বেগম, স্বপ্না আক্তার, রুমি বেগম, কুদ্দুস আলী, মোঃ আলামিন, মোঃ জসিম উদ্দিন, মুসাদ্দেক হোসেন সরকার,মোঃ নাছিম মিয়া, মোকাম্মেল হক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com