ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপণা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় অসহায় ও দুস্থ্য জেলেদের মাঝে ‘বকনা বাছুর’ বিতরণ করা হয়েছে। ২৭ এপ্রিল শনিবার সকালে সহকারী কমিশণার (ভূমি) সৈকত রায়হান প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় মাঠে ১৬ টি পরিবারের মাঝে ১ টি করে ‘বকনা বাছুর’ (ছোট গাভী) বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নূর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার নাসরিন ভানু। পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপণা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ১৬ টি পরিবারের মাঝে ১৬ টি ‘বকনা বাছুর’ দেয়া হয়েছে। প্রত্যেককেই এ বাছুর লালন-পালন করে গাভীতে পরিণত করতে হবে। এগুলো কিছুতেই বিক্রি করা যাবে না। সহকারী কমিশণার (ভূমি) সৈকত রায়হান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইলিশ সম্পদ রক্ষার জন্য এবং ঝাটকা নিধন থেকে জেলেদের বিরত রাখার জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এ ‘বকনা বাছুর’ উপহার দিয়েছেন। এর সকল প্রকার চিকিৎসা ফ্রি করেছেন। ইলিশ সম্পদ রক্ষার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।