শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::

কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

তৈয়বুর ররহমান (কালীগঞ্জ) গাজীপুর
  • আপডেট সময় শনিবার, ৪ মে, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে আসন্ন প্রহসনের উপজেলা পরিষদের নির্বাচন বর্জনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে শুক্রবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার কালীগঞ্জ পৌরসভার সোনালী ব্যাংকের মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নির্বাচন বর্জন করতে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় ব্যাংকের মোড়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, সাবেক সাংগঠনিক মনিরুজ্জামান খান লাভলু, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে এক বিশাল বিক্ষোভ মিছিল কালীগঞ্জ সোনালী ব্যাংক হতে কালীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে তুমুলিয়া ইউনিয়নের সোম বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণে আরেকটি সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি রফিজুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক এডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব ও তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সেরু মেম্বার। প্রতিবাদ মিছিলে ও সভায় অংশগ্রহণ করেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রাব্বিল আহমেদ, বিএনপি নেতা খোরশেদ আলম কাজল, আলাউদ্দিন ফরাজী, মামুনুর রশীদ মামুন, পৌর যুবদলের আহ্বায়ক কায়েস ইসলাম, সদস্য সচিব রাশেদুল হাসান রিপন, নাগরী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক তোফাজ্জল হোসেনে মোফাসহ গাজীপুর জেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com