সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে শহীদ পরিবারের জায়গাজমি জবরদখল বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ফকির মতি কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪

কিশোরগঞ্জের নিকলীতে এক শহীদ পরিবারের সম্পত্তি জবরদখল, বাড়িঘর ভেঙে নিয়ে যাওয়া ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে প্রতিপক্ষ তাদের হত্যার হুমকিও দিচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারটি। গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়। শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তারা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা আবু জাফর খানের ছেলে সিরাজুল ইসলাম খান। অভিযোগে বলা হয়, জেলার নিকলীর কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামে তাদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। মুক্তিযুদ্ধে তার বাবা শহীদ হওয়ার পর থেকে এসব সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখল করে আসছিল তাদের চাচা ও চাচাতো ভাইয়েরা। এসব নিয়ে এলাকায় অনেক দরবার সালিস হয়। প্রতিটি সালিসে রায় যায় শহীদ পরিবারের পক্ষে। কিন্তু সালিসের রায় প্রতিপক্ষ মেনে নেয়নি। এ অবস্থায় শহীদ পরিবারের লোকজন গত ২৪ ও ২৫ এপ্রিল গ্রামে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদের জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করে। কিন্তু নির্মাণের ২৪ঘন্টার মধ্যে ২৬ এপ্রিল ওই ঘরবাড়ি ভেঙে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এসময় ঘরের আসবাবপত্রও লুটে নিয়ে যায় তারা। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হলেও মামলা নেয়নি পুলিশ। পরে কিশোরগঞ্জ আদালতে একটি মামলা করে শহীদ আবু জাফর খানের ছেলে যুবরাজ খান। আদালত অভিযোগটি পিবিআই-কে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন। সংবাদ সম্মেলনে শহীদ আবু জাফর খানের মেয়ে শামছুন্নাহার খানম, আনোয়ারা খানম, রেখা খানম, শাহানা খানম, দুই ছেলে সিরাজুল ইসলাম খান জিটেন ও যুবরাজ খান উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com