শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ছাবা খাতুন ও রোসাংগিরী ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গত ৫ মে ও ৬ মে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী ছাবা খাতুনের পরিবারকে নগদ ১০হাজার টাকা আর্থিক সহায়তা, খাদ্য সামগ্রী এবং রোসাংগীরি ইউনিয়ন অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন। এ সময় রোসাংগীরি ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো মোজাম্মেল হক চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কারো অবহেলা থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানান এবং সরকারি অন্যান্য সহযোগিতা দ্রুততম সময়ের মধ্যে প্রদানের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য যে, গত ১লা মে বিকাল ৪টায় রোসাংগীরি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিল্লা মুন্সীর বাড়িতে অগ্নিকান্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ৩ মে ফটিকছড়ি পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের কাসেম ডাক্তার বাড়িতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুৎ এর তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাবা খাতুন নামে এ বৃদ্ধার মৃত্যু হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com