শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও বিক্ষোভ

মঞ্জুরুল ইসলাম রনি শরীয়তপুর
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্য বিভিন্ন বষম্য দূরীকরণ ও চাকুরীবিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় শরীয়তপুরের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। সোমবার সকালে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করে বিক্ষোভে অংশ গ্রহণ করেন। এ সময় তারা পল্লী বিদ্যুতায়ন বার্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্য যে সকল বষম্য রয়েছে তা দূরীকরণ ও চাকুরীবিধি বাস্তবায়নের লক্ষ্য ১৪ দফা দাবি উত্থাপন করেন। এসকল দাবির মধ্য রয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, শ্রমিকদের বিনোদনসহ অন্যান্য ছুটি, যাতায়াত, ওভার টাইম ও টিফিন ভাতা, টিএ/ডিএ সুবিধা, বতন বদ্ধি, পদোন্নতি, শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে ন্যায় সংগত কর্মপরিবেশ দাবি জানান তারা। আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডর সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম অভিনব হলেও বতন-ভাতা, পদোন্নতি, ছুটিসহ সব সুযোগ-সুবিধা ভিন্ন। এছাড়া বিভিন্ন সময় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের স্থায়ী না করায় তাদের মানবতার জীবনযাপন করতে হচ্ছে। নির্ধারিত কর্মঘন্টা নির্ধারণসহ তাদের দাবি-দাওয়া না মানলে তারা আরও বহৎ আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। এসময় ডিজিএম (কারীগরি) জসিম উদ্দিন, এজিএম (ইএন্ডসি) মাসুদ পারভজ, এজিএম (আইটি) নাজমুল হাসান, জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ কুমার দাস বিলিং সহকারী সোনিয়া বালাসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com