সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন অধিকাংশ কেন্দ্রই ছিল ফাঁকা!

তৌফিকুর রহমান (ভূঞাপুর) টাঙ্গাইল
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও অধিকাংশ কেন্দ্রই ছিল ফাঁকা। কোন কেন্দ্রেই ভোটারদের লাইন দেখা যায়নি। ফলে কেন্দ্রগুলোতে তেমন ভোটার না আসায় নির্বাচনে দায়িত্বরতরা অলস সময় পাড় করেছেন। নির্বাচনে ভোটের ব্যস্ততা না থাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই বসেই ঝিমিয়ে পড়েছে। কেউ কেউ ক্লান্ত হওয়ায় বসেই ঘুমিয়ে নেন। দুপুর ১২টার দিকে উপজেলার জিগাতলা দাখিল মাদরাসায় কিছু যুবক কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দেয়ার চেষ্টা করে। পরে প্রশাসনের লোকজনের উপস্থিতিতে তারা পালিয়ে যায়। যদিও ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিং কর্মকর্তারা জানিয়েছেন, প্রভাব খাটিয়ে কিছু রাজনৈতিক নেতাকর্মীরা জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে অর্ধশতাধিক জাল ভোট দিয়েছে। পরে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রশাসনকে অবহিত করে। পরে প্রশাসনের উপস্থিত হওয়ার পরই পরিবেশ স্বাভাবিক হয়। এরআগে এক গোয়েন্দা সংস্থার সদস্য জাল ভোট দিতে আসা এক কিশোরকে আটক করলেও প্রশাসনের সহযোগি না পাওয়ায় ওই জাল ভোটার দৌড়ে পালিয়ে যায়। বেলা ১টার দিকে গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা কেন্দ্রে প্রবেশ করার পরই সেখানে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল দৌড়ে গিয়ে কেন্দ্রের ভিতরে থাকা বহিরাগতদের অবহিত করে সেখান থেকে সরে যেতে বলেন। সাংবাদিকদের উপস্থিতিতেই ওই পুলিশ সদস্য কেন্দ্রে থাকা একজনকে ডেকে স্থানীয় চেয়ারম্যান দুলাল হোসেন চকদারকে মোবাইলে গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি থাকার বিষয়টি অবহিত করতে বলেন। এদিকে আবহাওয়া অনুকুলে থাকলেও অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। কোন কেন্দ্রেই নারী বা পুরুষ ভোটারের লাইন দেখা যায়নি। দুপুর দেড়টায় উপজেলার নিকরাইলের নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার দেখা যায়নি। তবে মাঝে মধ্যে একজন দুইজন আসছেন ভোট দিতে। ওই কেন্দ্রে সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত ২১২১ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১২৮টি ভোট। এছাড়া পাশের মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ে একই সময়ে ১২ শতাংশ ভোট পড়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত এই উপজেলায় ২৭.৬ শতাংশ ভোট পড়েছে। এই উপজেলায় পুরুষ ভোটার ৮৬ হাজার ৩৩৮জন এবং নারী ভোটার রয়েছে ৮৩ হাজার ২৬০জন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৫৯৮জন। নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা ওয়াজেদুল ইসলাম বলেন, তিনটি ওয়ার্ড নিয়ে এই নারী কেন্দ্রে তেমন ভোটার নেই। সকাল থেকেই ভোটার উপস্থিতি নেই। চরাঞ্চল থাকার কারণে হয়ত ভোটার উপস্থিতি কম। গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, ভোটার উপস্থিতি খুবই কম। এই কেন্দ্রে ২ হাজার ৬৭৭জন ভোট। এরমধ্যে দুপুর দেড়টা পর্যন্ত ২২ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে কেন্দ্রে রাজনৈতিক ব্যাপক প্রভাব ছিল। চেষ্টা করেছে জাল ভোট দেয়ার জন্য। জিগাতলা দাখিল মাদরাসার প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, বহিরাগতরা রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে জাল ভোট দেয়ার চেষ্টা করেছিল। পরে প্রশাসনের সহায়তায় সেটি বন্ধ করা সম্ভব হয়েছে। এছাড়া কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com