বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের উপপরিচালক চলচ্চিত্র নায়ক শেখ আবুল কাশেম মিঠুনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি সংসদের উদ্দ্যোগে আজ ২৫ মে শনিবার বিকেলে বিএফডিসির মান্না ভবনের ফজলুল হক মিলনায়তনে স্বরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংসদের সদস্য সচিব মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় অভিনেতা আঃ আজিজ।
আব্দুর রউফের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান মুর্তাজা, চলচ্চিত্র পরিচালক আল হোসাইন পিয়ারু, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান কবির সাজু, গীতিকার হাসান আখতার।
আরো বক্তব্য রাখেন এম এ তাওহিদ, আ আ ফারুক খান,হুসনে মোবারক, আফসার নিজাম, এবিএম নোমান, আবদুল হাই সেলিম, স্বজন জহির, রফিকুল ইসলাম রলি, লিয়াকত আলি প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন হেরার আলোয় উদ্ভাসিত হয়ে বদলে যাওয়া জীবনের বাস্তব উদহারন শেখ আবুল কাশেম মিঠুন, তিনি স্বপ্ন দেখতেন একটি সুস্থ সুন্দর সংস্কৃতি বিনির্মানের, সেই লক্ষে কাজ করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানানো হয়।